প্রশ্ন
কেউ যদি ভুলক্রমে ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতেহার পর অন্য কোন সূরা পড়ে ফেলে তাহলে কি তাকে সেজদায়ে সাহু দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ দুই রাকাতের ক্ষেত্রে নিয়ম হল শুধু সূরা ফাতেহা পড়া। সূরা না মিলানো। হাদিস শরিফে এসেছে-
أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الكِتَابِ، وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الكِتَابِ
‘নবি কারিম (সা.) জোহরের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা ও দু’টি সূরা পড়তেন এবং শেষ দুই রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন…।’ [সহিহ বুখারি, হাদিস: ৭৭০]
তবে এতদসত্ত্বেও কেউ সূরা মিলিয়ে ফেললে তাকে সেজদায়ে সাহু দিতে হবে না। ইচ্ছাকৃত যদি কেউ এমন কাজ করে থাকে তাহলে তার নামাজ সুন্নত পরিপন্থী বলে গণ্য হবে।
আলবাহরুর রায়েক ১/৩২৬; শরহুল মুনইয়াহ ৩৩১; রদ্দুল মুহতার ১/৪৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم