প্রশ্ন
আমার ভাগ্নি বালেগা হওয়ার পর এক বছর পর্যন্ত নামাজ পড়েনি এবং তা কাযাও করেননি। এখন তিনি তিন বছর থেকে নিয়মিত নামাজ পড়ছেন। কিন্তু একদিন তার ফজরের নামাজ কাযা হয়ে যায়। তিনি ফজরের নামাজ কাযা না করে ঐদিনের জোহর-আসর পড়েন। জানতে চাই, ঐদিনের জোহর আসর কি আদায় হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী যেহেতু তার ছয় ওয়াক্তের বেশি নামাজ কাযা বাকি রয়ে গেছে তাই তার নামায সহিহ হয়েছে।
তবে তার জন্য অতি দ্রুত পিছনের কাযা নামাজগুলো পড়ে নেওয়ার চেষ্টা করা জরুরি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
من نسي الصلاة فليصلها إذا ذكرها
‘কেউ নামাজের কথা ভুলে গেলে যখন মনে পড়বে তখন তা আদায় করে নিবে।’ [মুআত্তা মালেক, হাদিস: ২৫]
শরহুল মুনইয়াহ ৫৩৩, আল বাহরুর রায়েক ২/৮৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم