প্রশ্ন
কেউ যদি সাহু সেজদা করার জন্য সালাম না ফিরিয়েই সেজদা দিয়ে ফেলে তাহলে কি এতে সাহু সেজদা আদায় হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজে যদি মধ্যম ধরনের কোন ভুল হয়ে অর্থাৎ কোন ওয়াজিবে সমস্যা হয় তাহলে সেজদায়ে সাহু দেওয়ার মাধ্যমে নামাজকে ত্রুটিমুক্ত করা যায়। হাদিস শরিফে এসেছে-
عَنْ ثَوْبَانَ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ لِكُلِّ سَهْوٍ سَجْدَتَانِ بَعْدَ مَا يُسَلِّمُ
সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন: ‘প্রত্যেক ভুলের জন্য সালাম ফেরানোর পর দুটি সেজদা রয়েছে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪০]
তবে এ সেজদাগুলো সালাম ফেরানোর পর দেওয়া জরুরি নয়। কারণ হাদিসে সালাম ফেরানোর পূর্বেও সেজদা দেওয়ার কথা রয়েছে। হাদিস শরিফে এসেছে-
فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ
‘সে যেন সালাম ফেরানোর পূর্বে দুটি সেজদা দেয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১০৩৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم