প্রশ্ন
আমি এ বছর এক জায়গায় ঈদের নামাজ পড়াব। আমি জানতে চাচ্ছি, রাসূল (সা.) ঈদের নামাজে কোন কোন সূরা পড়তেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) ঈদের নামাজে কখনো সূরা আ’লা এবং গাশিয়াহ পড়তেন। আবার কখনো সূরা ক্বাফ এবং ক্বামার পড়তেন।
হাদিস শরিফে এসেছে-
عن أبي واقد الليثي قال سألني عمر بن الخطاب عما قرأ به رسول الله صلى الله عليه و سلم في يوم العيد ؟ فقلت باقتربت الساعة وق والقرآن المجيد
‘আবু ওয়াকিদ লাইসি (রা.) বলেন: উমর (রা.) আমাকে জিজ্ঞাসা করেন: রাসূল (সা.) ঈদের দিন নামাজে কেন সূরা পড়েছেন? আমি বললাম: তিনি সূরা ক্বামার, ক্বাফ পড়েছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ৮৯১]
আরেক হাদিসে এসেছে-
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي الْعِيدَيْنِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
‘নুমান ইবনে বশীর (রা.) বলেন: রাসূল (সা.) উভয় ঈদে সূরা আ’লা এবং সূরা গাশিয়াহ পড়েছেন।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১৮৩৮৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم