প্রশ্ন
আমি এ বছর ইতেকাফ করছি। কিন্তু গতকাল আমার পেট খারাপ থাকায় রোজা রাখতে পারিনি। আমার ইতেকাফে কি কোন সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুন্নত ইতেকাফের জন্য রোজা রাখা শর্ত। আলী (রা.) বলেন-
عَنْ عَلِيٍّ ، قَالَ : لاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ
‘রোজা ছাড়া ইতেকাফ হবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৯৭১২]
যেহেতু আপনি রোজা রাখতে পারেননি সেহেতু আপনার ইতেকাফ ভেঙ্গে গেছে। এখন আপনি নিয়মতান্ত্রিকভাবে বাকি দিনগুলো ইতেকাফ করে নিন। আর পরবর্তীতে রোজাসহ একদিনের ইতেকাফ কাযা করে নিবেন।
ফাতাওয়া হিন্দিয়া ১/২১১, আদ্দুররুল মুখতার ২/৪৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم