প্রশ্ন
আমি জানি, মিসওয়াক করা সুন্নত। জানতে চাচ্ছি, রোজা অবস্থায়ও মিসওয়াক করা সুন্নত? কারণ মিসওয়াক করলে তো মুখের মধ্যে এক ধরনের স্বাদ অনুভূত হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অন্যান্য সময় যেমন মিসওয়াক করা সুন্নত তেমনি রোজা অবস্থায়ও মিসওয়াক করা সুন্নত। কাঁচা ডাল দ্বারা মিসওয়াক করলেও তা মাকরুহ হবে না।
আমির ইবনে রবীয়া (রা.) বলেন: ‘নবি কারিম (সা.)-কে আমি রোজা অবস্থায় অসংখ্যবার মিসওয়াক করতে দেখেছি।’ [সহিহ বুখারি ১/২৫৯]
হাসান (রাহ.)কে রোজা অবস্থায় দিনের শেষে মিসওয়াক করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: ‘রোযা অবস্থায় দিনের শেষে মিসওয়াক করতে কোনো অসুবিধা নেই। মিসওয়াক পবিত্রতার মাধ্যম। অতএব দিনের শুরুতে এবং শেষেও মিসওয়াক করো।’ [মুসান্নাফে আবদুর রাযযাক ৪/২০২]
ইবরাহীম (রহ.) বলেন, ‘রোযা অবস্থায় দিনের শুরু ও শেষে মিসওয়াক করতে কোনো অসুবিধা নেই।’ [মুসান্নাফে আবদুর রাযযাক ৪/২০৩]
‘মুজাহিদ (রহ.) রোজা অবস্থায় তাজা মিসওয়াক ব্যবহার করাকে দোষণীয় মনে করতেন না। সুফিয়ান সাওরী (রহ.) থেকেও অনুরূপ বক্তব্য বর্ণিত আছে।’ [মুসান্নাফে আবদুর রাযযাক ৪/২০২]
রদ্দুল মুহতার ২/৪১৯; আলবাহরুর রায়েক ২/২৮১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم