প্রশ্ন
আমার পিতা মাতা অন্যায়ভাবে আমার সাথে খারাপ আচরণ করে। এ কারণে তাদের সাথে কথা বলতে মনে চায় না। এক্ষেত্রে আমি কী করতে পারি? তাদের সাথে খারাপ আচরণ করা কি বৈধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সর্বাবস্থায় পিতা মাতার সাথে সদাচারণ করা সন্তানের উপর অপরিহার্য। পিতা মাতা অমুসলিম হলেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘তোমার রব আদেশ করেছেন যে, তিনি ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না এবং পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। যদি তোমার বর্তমানে তাদের একজন বা উভয়ে বার্ধক্যে পৌঁছে যায় তবে তুমি তাদের ‘উফ’ বলবে না এবং তাদের ধমক দিবে না; বরং তাদের সঙ্গে নম্রভাবে কথা বলবে। আর করুণাভরে তাদের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও এবং বল, হে আমার রব! তাদের প্রতি দয়া করুন, যেমন তারা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।’ [সূরা বনী ইসরাইল, আয়াত: ২৩-২৪]
হাদিস শরিফে এসেছে,
‘আবু বাকরা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে জঘন্যতম কবীরা গুনাহ কী তা বলব? এভাবে তিনি একথাটি তিনবার বললেন। তখন আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! অবশ্যই বলুন। রাসূল (সা.) বললেন, (জঘন্যতম কবীরা গুনাহ হলো) আল্লাহর সাথে কাউকে শরীক করা এবং মা-বাবার অবাধ্য হওয়া।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৯৭৬; সহিহ মুসলিম, হাদিস: ৮৭]
সুতরাং, বাস্তবেই যদি তারা আপনার প্রতি অন্যায় করে থাকে তাহলে আপনার করণীয় হল, সবরের পাশাপাশি তাদের সাথে ভালো ব্যবহার করে যাওয়া এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা। তবে মনে রাখতে হবে, কোনোক্রমেই তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم