প্রশ্ন
অনেককে দেখা যায়, তারা বিধর্মীদের উৎসব অনুষ্ঠানে উপস্থিত হয় বা তাদের উৎসব উপলক্ষ্যে তাদেরকে শুভেচ্ছা জানায়। আমার প্রশ্ন হলো, ইসলাম এ কাজটি কতটুকু সমর্থন করে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিধর্মীদের উৎসবে উপস্থিত হওয়া বা তাদের উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা জানানো হারাম ও মারাত্মক গুনাহের কাজ। এতে তাদের কর্মকাণ্ডকে সমর্থন জানানো হয়। আর কুরআন হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَاتَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
‘মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
‘হযরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) ইরশাদ করেছেন- যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১]
সুতরাং তাদের ধর্মীয় উৎসবে উপস্থিত হওয়া বা তাদেরকে শুভেচ্ছা জানানো কোনোক্রমেই বৈধ নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم