প্রশ্ন
লোকমুখ শোনা যায় যে, ফাঁসির রশির যে অংশ গলার সাথে লাগে তা দিয়ে তাবিয বানিয়ে হাঁপানি রোগীর গলায় ঝুলিয়ে দিলে তার হাঁপানি রোগ নিরাময় হয়। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলাম কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফাঁসির রশির অংশ বিশেষ দিয়ে তাবিয বানিয়ে পরলে হাঁপানি রোগ নিরাময় হয়- এ বিষয়টিকে না চিকিৎসা বিজ্ঞান সমর্থন করে, আর না ইসলামি শরিয়তের তাবিযের সাথে এর কোনো সম্পর্ক আছে। বরং এটি মানুষের মাঝে প্রচলিত কুসংস্কারের একটি। এ জাতীয় কুসংস্কার থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি।
শরহুন নববী আলামুসলিম ১৪/১৮৩; তকমিলাতু ফাতহিল মুলহিম ৪/৩১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم