প্রশ্ন
আমার বয়স ২২ বছর। কোনো একটি রোগের কারণে আমার মাথার চুল সাদা হয়ে গিয়েছে। এখন আমি কি মাথায় কালো খেজাব লাগাতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যুবক বয়সে রোগের কারণে বা অন্যকোনো কারণে যদি চুল পেকে যায় তাহলে সে কালো খেজাব ব্যবহার করতে পারবে।
হাদিস শরিফে এসেছে,
عن قيس مولى خباب قال: دخلت على الحسن رضى الله عنه والحسين رضى الله عنه وهما يخضبان بالسواد
খাব্বাবের মাওলা কায়স থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি হাসান (রা.) ও হুসাইন (রা.) এর কাছে গেলাম। তারা উভয়ে কালো খেজাব লাগানো ছিলেন।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ২৫৫২০]
তাবেয়ী ইবনে শিহাব যুহরী (রহ.) বলেন,
‘আমাদের চেহারা যখন সতেজ ছিল তখন আমরা কালো খেজাব ব্যবহার করতাম। আর যখন আমাদের চেহারা মলিন হয়ে গেল এবং দাঁত নড়বড়ে হয়ে গেল তখন আমরা কালো খেজাব ছেড়ে দিয়েছি।’ [ফাতহুল বারী ১০/৩৬৭]
তবে হাদিসে যেহেতু কালো খেজাব ব্যবহার করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, তাই কালো খেজাব ব্যবহার না করাটাই উত্তম হবে। বরং অন্য কালার ব্যবহার করবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم