প্রশ্ন
আমার চাচা একটি গরু ক্রয় করে তাতে ২ ভাগ দিয়ে ছেলের আকিকা, ১ ভাগ দিয়ে মেয়ের আকিকা এবং বাকি ৪ ভাগ দিয়ে কুরবানির নিয়ত করে। আমি জানতে চাচ্ছি যে, তার এই নিয়ত কি সঠিক হয়েছে? এই একটি গরু দিয়ে কি কুরবানি ও আকিকা উভয়টি আদায় হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কিনা এ ব্যাপারে সুস্পষ্ট কোনো হাদিস নেই। তাই ইমামগণ কেয়াসের মাধ্যমে এই মাসআলার সমাধান দিয়েছেন। আর এই সমাধান দিতে গিয়ে তাদের মধ্যে এ ব্যাপারে মতানৈক্যও হয়েছে। হানাফী মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী একই পশুতে কুরবানি ও আকিকা একত্রিত করা বৈধ।
কারণ আকিকাও এক প্রকারের কুরবানি। কারণ হাদিসে আকিকাকে নুসুক তথা কুরবানি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، أُرَاهُ عَنْ جَدِّهِ، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ العَقِيقَةِ؟ فَقَالَ: لَا يُحِبُّ اللَّهُ الْعُقُوقَ. كَأَنَّهُ كَرِهَ الِاسْمَ وَقَالَ: مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْهُ فَلْيَنْسُكْ عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافِئَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ
আমর ইবনে শুআইব (রহ.) থেকে পর্যায়ক্রমে তার পিতার ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি (দাদা) বলেন, একদা রাসূল(সা.)-কে আকিকা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন: ‘আল্লাহ কষ্ট পছন্দ করেন না। হয় তো সেজন্যই তিনি আকিকাকে কষ্ট নামকরণ করেছেন। তিনি বলেন: যার কোনো সন্তান জন্মগ্রহণ করে, সে যেন তার পক্ষ থেকে কুরবানি করে। সে যেন ছেলের পক্ষ থেকে সমবয়স্ক দু’টি বকরী এবং মেয়ের পক্ষ থেকে একটি বকরী জবাই করে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৮৪২]
আরেক হাদিসে এসেছে,
البقرة عن سبعة والجزور عن سبعة
‘রাসূল(সা.) বলেছেন, (একটি) গরু সাতজনের পক্ষ হতে এবং (একটি) উট সাতজনের পক্ষ হতে (কুরবানি করা যাবে)।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৮০১]
তাই একই গরুতে আকিকা ও কুরবানির নিয়ত করলে উভয়টি আদায় হয়ে যাবে। সুতরাং এভাবে আপনার চাচার নিয়ত করা সঠিক হয়েছে। তবে উচিত হলো, আকিকা ও কুরবানি আলাদাভাবে দেওয়া।
ফাতওয়ায়ে হিন্দিয়া ৫/৩০৪; আল মুহিতুল বুরহানি ৮/৪৭৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم