প্রশ্ন
আমরা চার বন্ধু ২৫ হাজার টাকা করে এক লাখ টাকা ৫ম বন্ধুর কাছে ব্যবসা করার জন্য দিই। সে একা ব্যবসা করবে। সে কোন ইনভেস্ট করেনি। আমাদের মাঝে এভাবে চুক্তি হয় যে, লাভ-লোকসান আমরা ৫ বন্ধুই সমহারে গ্রহণ করব। আমাদের চুক্তিটি কি সহিহ হয়েছে? সহিহ না হলে আমাদের করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত চুক্তিকে ইসলামী অর্থনীতির পরিভাষায় মুদারাবা চুক্তি বলে। উক্ত চুক্তিতে লভ্যাংশ বণ্টনের নিয়মটি সহিহ হয়েছে। তবে লোকসান বণ্টনের নিয়মটি সহিহ হয়নি। মুদারাবা ব্যবসায় লোকসান হলে তা পুঁজিদাতা বহন করবে। ব্যবসায়ী লোকসান বহনের শর্তারোপ বৈধ নয়।
অতএব চুক্তির এ অংশটি সংশোধন করে নিতে হবে।
মুসান্নাফে ইবনে আবি শায়বা ১০/৪৮৬, রদ্দুল মুহতার ৫/৬৪৮, কেফায়াতুল মুফতি ৯/৩২৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم