প্রশ্ন
একজন মুমিন কিভাবে আল্লাহর ভালোবাসা পেতে পারে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় আল্লাহ তাআলা স্বয়ং কুরআনে উল্লেখ করে দিয়েছেন। আর তাহলো, রাসূল (সা.) কে ভালোবাসা।
কুরআন মাজিদে ইরশাদ হচ্ছে,
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
‘বল, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৩১]
পাশাপাশি যে সকল কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন সে সকল কাজ করা আর যে সকল কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন সে সকল কাজ বর্জন করা। তাহলেইআল্লাহরভালোবাসালাভহবে।
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي الْعَبَّاسِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: جَاءَ رَجُلٌ إلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! دُلَّنِي عَلَى عَمَلٍ إذَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ؛ فَقَالَ: “ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبُّك اللَّهُ، وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحِبُّك النَّاسُ
‘আবুল আব্বাস সাহল ইবনে সাদ আস-সাইদী (রা.) হতে বর্ণিত, তিনি বলেছেন: এক ব্যক্তি রাসূল (সা.)-এর নিকট উপস্থিত হয়ে বলল: হে আল্লাহর রাসূল! আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসেন, লোকেরাও আমাকে ভালোবাসে।তখন তিনি বললেন: দুনিয়ার প্রতি অনুরাগী হবে না, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন; আর মানুষের কাছে যা আছে তার ব্যাপারে আগ্রহী হবে না, তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪১০২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم