প্রশ্ন
তাকওয়া কাকে বলে? ইসলামে তাকওয়ার গুরুত্ব কতটুকু? রেফারেন্সসহ জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো, বেঁচে থাকা, পরহেয করা। পরিভাষায় তাকওয়া বলা হয়, আল্লাহর ভয়ে আল্লাহ প্রদত্ত সকল বিধান পালন ও তার সকল নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা। তাকওয়া ইসলামের একটি মৌলিক বিষয়।এর অপর নাম খোদাভীতি। কুরআনের অসংখ্য আয়াত ও হাদিসে তাকওয়া অর্জনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। মানুষের পারস্পরিক সুসম্পর্ক ও সমাজে শৃঙ্খলা বজায় রাখতে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়ার অভাবে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সমাজের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না।’ [সূরা আলে ইমরান, আয়াত: ১০২]
আরেক আয়াতে ইরশাদ হচ্ছে,
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا
‘আল্লাহ তাআলাকে যথাসম্ভব ভয় করো এবং তাঁর হুকুম-আহকাম (আলেমগণের কাছ থেকে) শোনো ও মানো।’[সূরা তাগাবুন, আয়াত: ১৬]
অন্য আয়াতে ইরশাদ হচ্ছে,
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
‘হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর; আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে; তোমরা আল্লাহকে ভয় কর। তোমরা যা কর নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।’ [সূরা হাশর, আয়াত: ১৮]
হাদিস শরিফে এসেছে,
يَا رَسُولَ اللَّهِ، إِنِّي قَدْ سَمِعْتُ مِنْكَ حَدِيثًا كَثِيرًا أَخَافُ أَنْ يُنْسِيَنِي أَوَّلَهُ آخِرُهُ، فَحَدِّثْنِي بِكَلِمَةٍ تَكُونُ جِمَاعًا قَالَ: اتَّقِ اللَّهَ فِيمَا تَعْلَمُ. هَذَاحَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ، وَهُوَ عِنْدِي مُرْسَلٌ
‘এক সাহাবী রাসূল (সা.)-এর নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসুল! আমি আপনার বহু উপদেশ ও নসীহত শুনেছি। আমার আশংকা, এই সবগুলি আমি স্মরণ রাখতে পারবো না। সুতরাং আমাকে এমন একটি পূর্ণাঙ্গ উপদেশ দান করুন, যা আমার পুরো জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল (সা.) বললেন, নিজের জানাশোনা মতো আল্লাহকে ভয় করতে থাকো এবং তাকওয়ার সঙ্গে জীবন যাপন করো।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২৬৮৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم