প্রশ্ন
আমাদের এলাকার এক নাস্তিক মারা গেলে তার পরিবারের লোকেরা তার জানাযার নামাজ পড়ায়। আমি জানতে চাচ্ছি যে, তাদের এ কাজটি কি ঠিক হয়েছে? নাস্তিকের জানাযার নামাজ পড়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জানাযার নামাজ ইসলাম ধর্মের সাথে সম্পৃক্ত একটি বিষয়। সুতরাং একমাত্র মুসলমানেরই জানাযার নামাজ পড়া যাবে। কোনো কাফের, মুশরিক বা বিধর্মীর জানাযার নামাজ পড়া যাবে না। নাস্তিকরা যেহেতু জীবিত অবস্থায় কোনো ধর্মকেই স্বীকার করে না সুতরাং মৃত্যুর পর তাদের ক্ষেত্রে ধর্মীয় বিধি-বিধান প্রয়োগ করা হাস্যকর।
তাই কোনো মুসলমানের জন্য এদের জানাযার নামাজে অংশগ্রহণ ও আয়োজন করা সুস্পষ্টরূপে হারাম। সুতরাং তাদের উল্লেখিত কাজটি বৈধ হয়নি।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ
‘কখনো তাদের কেউ মারা গেলে তুমি তার জানাযা পড়ো না এবং তার কবরের পাশে দাঁড়িও না (দুআ-ইস্তিগফারের জন্য বা দাফন-কাফনের জন্য)। তারা তো আল্লাহ ও তাঁর রাসূলকে প্রত্যাখ্যান করেছে এবং না-ফরমান অবস্থায় মারা গেছে।’ [সূরা তাওবা, আয়াত: ৯]
তাফসীরবিদ ইমাম কুরতুবী (রহ.) আয়াতটির ব্যাখ্যায় বলেন,
هٰذَا نَصٌّ فِيْ الامْتِنَاعِ مِنَ الصَّلاٰةِ عَلىٰ الْكُفَّار
‘এটি সকল কাফেরের জানাযা নিষিদ্ধ হওয়ার সুস্পষ্ট দলিল।’ [আলজামি লিআহকামিল কুরআনিল কারীম ৮/১৪০]
কিতাবুল আছল ১/৪১১; আলমাবসুত, সারাখসী ২/৫৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم