প্রশ্ন
আকিদার ক্ষেত্রে আশআরি-মাতুরিদি –এই দুই ধারার সূচনা হলো কীভাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে আকিদার ক্ষেত্রে প্রসিদ্ধ দুটি ধারা হলো আশআরি ও মাতুরিদি ধারা। মু’তাযিলা, মুজাসসিমা, জাহমিয়ার মত গোমরাহ ফিরকার লোকেরা যখন মুসলমানদের ঈমান-আকিদা বিনষ্ট করার জন্য মাথা চাড়া দিয়ে উঠেছিল তখন ইমাম আবুল হাসান আশআরি (মৃত্যু: ৩২৪ হিজরি) ও ইমাম আবুল মনসুর মাতুরিদি (মৃত্যু: ৩৩৩ হিজরি) রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের আকিদাগুলো সংকলন করে মানুষকে সঠিক আকিদার প্রতি আহ্বান করতে থাকেন এবং ভ্রান্ত আকিদার প্রতি সতর্ক করতে থাকেন।
পরবর্তীতে তাদের অনুসারীরাই আশআরি ও মাতুরিদি নামে প্রসিদ্ধি লাভ করে।
আল আকিদাতুল ইসলামিয়্যা ওয়াল ফিরাকুল বাতিলা, পৃ. ২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم