প্রশ্ন
আমাদের এলাকার কিছু লোক শাবানের চৌদ্দতম তারিখের দিবাগত রাতের ফযিলতের কথা বলে থাকে। শরিয়তে কি এই রাতের কোনো ফযিলতের কথা বর্ণিত আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একাধিক হাদিস থেকে এই রাতের ফযিলতের বিষয় প্রমাণিত হয়। নিম্নে তা উল্লেখ করা হল-
রাসূল (সা.) ইরশাদ করেন,
هذه ليلة النصف من شعبان ان الله عزو جل يطلع على عباده فى ليلة النصف من شعبان فيغفر للمستغفرينويرحمالمشترحمين ويؤخر اهل الحقد كماهم
‘এটা হল অর্ধ শাবানের রাত (শাবানের চৌদ্দ তারিখের দিবাগত রাত)। আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।’ [শুআবুল ঈমান ৩/৩৮২-৩৬৮]
আরেক হাদিসে এসেছে,
‘মুআয ইবনে জাবাল (রা.) বলেন, রাসূল (সা.) ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে (শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে) সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৬৬৫; শুআবুল ঈমান, হাদিস: ৩৮৩৩]
হাদিস বিশারদগণ উল্লেখিত হাদিসটিকে সহিহ ও আমলযোগ্য বলেছেন।
আততারগীব ওয়াততারহীব ২/১৮৮; ৩/৪৫৯. লাতায়েফুল মাআরিফ ১৫১; মাজমাউয যাওয়ায়েদ ৮/৬৫; শারহুল মাওয়াহিবিল লাদুন্নিয়্যা ১০/৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم