প্রশ্ন
আমি যদি জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি তাহলে আমি কী ফযিলত লাভ করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজ ইসলামের পঞ্চভিত্তির একটি। একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই তার উপর নামাজের দায়িত্ব বর্তায়।
কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে তাহলে আখেরাতে তার জন্য বিশেষ পুরস্কার রয়েছে। হাদিস শরিফে এসেছে-
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ وَفِى حَدِيثِ بَكْرٍ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ: أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهْرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ هَلْ يَبْقَى مِنْ دَرَنِهِ شَىْءٌ. قَالُوا: لاَ يَبْقَى مِنْ دَرَنِهِ شَىْءٌ.قَالَ: فَذَلِكَ مَثَلُ الصَّلَوَاتِ الْخَمْسِ يَمْحُو اللَّهُ بِهِنَّ الْخَطَايَا
রাসূল (সা.) ইরশাদ করেন, বলো দেখি, তোমাদের কারও বাড়ির দরজার পাশে যদি একটি নদী থাকে, আর সে এই নদীতে দৈনিক পাঁচ বার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। রাসূল (সা.) বললেন, পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত অনুরূপই। আল্লাহ তাআলা এর মাধ্যমে গুনাহসমূহ মোচন করে দেন। [সহিহ মুসলিম, হাদিস: ১৫৫৪]
অন্য হাদিসে এসেছে-
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلَاةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً
আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, ‘রাসূল (সা.) বলেন, জামাতের সাথে নামাজ আদায় একাকী নামাজ আদায়ের চেয়ে সাতাইশ গুণ বেশি ফযিলতের।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৪৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم