প্রশ্ন
ইসলামী শরিয়তের উৎস কী কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামী শরিয়তের উৎস চারটি।
১। কুরআন
২। সুন্নাহ
৩। ইজমা
৪। কেয়াস
قال بدر الدين الزركشي: اختلف العلماء في عدد الأصول التي يبنى عليها الفقه، فالجمهور على أنها أربعة: الكتاب، والسنة، والإجماع، والقياس
‘যারকাশী (রহ.) বলেন, ফিকহ বা ইসলামী শরিয়তের ভিত্তি কয়টি এ নিয়ে মতভেদ রয়েছে। তবে অধিকাংশের মত হলো, ফিকহের ভিত্তি হলো চারটি। কুরআন, সুন্নাহ, ইজমা ও কেয়াস।’ [আলবাহরুল মুহীত ১/২৮]
দুরারুল হুক্কাম, পৃ. ১৩; নূরুল আনওয়ার, পৃ. ৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم