প্রশ্ন
কোনো ব্যক্তি যদি রাসূল (সা.) এর উপর দুরুদ পাঠ করে তাহলে তা কি রাসূল (সা.) এর কাছে পৌঁছানো হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, রাসূল (সা.) এর উপর দুরুদ পাঠ করা হলে তা তার নিকট পৌঁছানো হয়।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘আল্লাহ তাআলা বহু সংখ্যক ফেরেশতা এ কাজের জন্য নিয়োগ দিয়েছেন যে, তারা পৃথিবীর যমীনে বিচরণ করতে থাকবে এবং আমার উম্মতের যে ব্যক্তি আমার জন্য দুরূদ ও সালাম পাঠাবে তারা তা আমার নিকট পৌঁছে দিবে।’ [শুআবুল ঈমান, বাইহাকী, হাদিস: ১৪৮২]
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, ফেরেশতাগণ নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর নিকট প্রেরণকারীর নাম উল্লেখ করে তার দুরূদ ও সালাম পেশ করে থাকেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم