প্রশ্ন
কেয়ামতের ছোট আলামতগুলো কী কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একাধিক হাদিসে কেয়ামতের ছোট আলামতগুলোর কথা উল্লেখ রয়েছে। আমরা এখানে সংক্ষেপে কয়েকটি ছোট আলামত উল্লেখ করছি।
১। রাসূল (সা.) এর নবুওয়াত প্রাপ্তি।
আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি এবং কিয়ামত এ দুটির মত প্রেরিত হয়েছি। এ কথাটি বর্ণনা করতে গিয়ে শু’বা তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলিকে এক সাথে মিলালেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ৭১৩৭]
২। রাসূল (সা.) এর ওফাত বা মৃত্যু।
৩। ধন-সম্পদ বেড়ে যাওয়া এবং যাকাত গ্রহণের লোক পাওয়া না যাওয়া।
রাসূল সা. বলেন:
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ وَحَتَّى يَعْرِضَهُ فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لَا أَرَبَ لِي
‘ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মানুষের ধন-সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ যাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। যাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে: এতে আমার কোনো প্রয়োজন নেই।’ [সহিহ মুসলিম, অধ্যায়: কিতাবুয যাকাত]
৪। বিভিন্ন রকম ফিতনা শুরু হয়ে যাওয়া।
৫। বায়তুল মাকদিস বিজয় হওয়া।
৬। ফিলিস্তিনের আমওয়াস নামক স্থানে প্লেগ রোগ দেখা দেওয়া।
৭। নবুওয়াতের মিথ্যা দাবি করা।
রাসূল (সা.) বলেন:
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبٌ مِنْ ثَلَاثِينَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ
‘ত্রিশজন মিথ্যুক আগমণের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবেনা। তারা সকলেই দাবী করবে যে, সে আল্লাহর রাসূল।’ [সহিহ বুখারী, অধ্যায়: কিতাবুল মানাকিব]
৮। হেজাযে আগুন বের হওয়া। ৬৫৪ হিজরিতে এই আগুন দেখা দেয়।
৯। আমানতদারিতা শেষ হয়ে যাওয়া।
১০। ইলম উঠিয়ে নেওয়া এবং অজ্ঞতার প্রসার ঘটা।
১১। ব্যভিচার, সুদ, মদ্যপান বেড়ে যাওয়া।
১২। সমাজের নিম্নশ্রেণির লোকের উচু উচু প্রাসাদ নির্মাণ করা।
১৩। মানুষ হত্যা বেড়ে যাওয়া।
১৪। ভূকম্পন বেড়ে যাওয়া।
১৫। নারীরা কাপড় পরিধান সত্ত্বেও উলঙ্গের মতো মনে হওয়া
১৬। নারীর সংখ্যা বেড়ে যাওয়া।
১৭। হিংস্র প্রাণী এবং জড় পদার্থ মানুষের সাথে কথা বলা।
১৮। মিথ্যা সাক্ষ্য বেড়ে যাওয়া ।
১৯। সত্য সাক্ষ্য কমে যাওয়া।
২০। বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া ইত্যাদি।
এ ছাড়াও আরও কিছু আলামতের কথা হাদিস শরিফে উল্লেখ রয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নিম্বোক্ত বইগুলো দেখা যেতে পারে।
কেয়ামত, আলকিয়ামাতুস সুগরা, আশরাতুস সাআহ ইত্যাদি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم