প্রশ্ন
আমি একজন অমুসলিম। আমাকে আমার কিছু মুসলিম বন্ধু ইসলাম গ্রহণের কথা বলে। কিন্তু আমি জানতে চাই, কেন আমি অন্য ধর্ম গ্রহণ না করে ইসলাম ধর্ম গ্রহণ করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রিয় ভাই, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে। বিভিন্ন ধর্মের বিভিন্ন রীতি-নীতি এবং বৈশিষ্ট্য রয়েছে। আপনি যদি প্রতিটি ধর্ম নিয়ে কিংবা অন্তত প্রসিদ্ধ কিছু ধর্ম নিয়ে পড়ালেখা করেন এবং গবেষণা করেন তাহলে আপনার সামনে ইসলাম ধর্মের সৌন্দর্য, সত্যতা এবং শ্রেষ্ঠত্ব পরিস্ফুট হয়ে উঠবে।
আসলে ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহ তাআলা কুরআন মাজিদে উল্লেখ করেন,
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ
‘আল্লাহর নিকট ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম।’ [সূরা আলে ইমরান, আয়াত: ১৯]
আর আল্লাহ তাআলাই আমাদের নবী মুহাম্মাদ (সা.)-কে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেন তিনি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন। আপনি যদি তার জীবনী অধ্যয়ন করেন তাহলেও আপনার সামনে ইসলামের সত্যতার বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
প্রিয় ভাই, সংক্ষেপে আপনাকে এই অল্প কটি কথাই বলা হলো। আশা করি দ্রুতই আপনি কল্যাণের দিকে ধাবিত হবেন। ইসলাম গ্রহণ করে ইহকাল এবং পরকালে ধন্য হবেন। এবং চিরস্থায়ী আজাব ভোগ করা থেকে বেচে যাবেন। আমরা আপনার প্রতীক্ষায় আছি।
আপনি যদি এ
বিষয়টি আরেকটু বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনি নিম্নোক্ত বইগুলো অধ্যয়ন করতে পারেন।
আলকুরআন (তাফসীরে তাওযীহুল কুরআনসহ)
ইসলামকে জানতে হলে-আবু তাহের মেসবাহ
আপনার আমানত আপনার হাতে-মাওলানা কলীম সিদ্দিকী
নবীজী (সা.)-শায়খ আয়েজ আলকারনী
মেঘ কেটে যায়-ড. হুসামুদ্দীন হামিদ
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم