প্রশ্ন
আমি একজন অমুসলিম। আমি শুনেছি, ইসলামের নবীর কথাগুলো অনেক সাহিত্যমানসমৃদ্ধ ছিল। আমি জানতে চাই, সাহিত্যের ক্ষেত্রে তার রচিত কোনো বই আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রিয় ভাই, আপনাকে মোবারকবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি ইসলামের নবীর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। আল্লাহ যেন আপনার আগ্রহকে শেষ পযন্ত ইসলাম গ্রহণ পর্যন্ত নিয়ে আসে।
আপনি যে বিষয়টি শুনেছেন তা খুবই বাস্তবসম্মত। আমাদের নবী হযরত মুহাম্মাদ (সা.) এর কথামালা শতাব্দির পর শতাব্দি ধরে আরবি ভাষায় সাহিত্যের অমূল্য রত্ন হিসেবে বিবেচিত হয়ে আসছে। তার উপর অবতীর্ণ আলকুরআন যেমনিভাবে সাহিত্যের দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ মানে উন্নীত তেমনি তার নিজের কথামালাও একজন মানুষ হিসেবে সাহিত্যের মানদণ্ডে সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত।
তবে প্রিয় ভাই, এটা তো সর্বজন স্বীকৃত যে, ইসলামের নবী গতানুগতিকভাবে কোনো মানুষের কাছে সাহিত্যের পাঠ গ্রহণ করেননি এবং অক্ষরজ্ঞান অর্জন করেননি। বরং আল্লাহ তাআলাই তাকে অলোকিকভাবে সাহিত্যের জ্ঞান দান করেছেন।
যেহেতু তিনি স্বাভাবিকভাবে অক্ষরজ্ঞান অর্জন করেননি সেহেতু তিনি নিজে কোনো বইপত্র রচনা করেননি।
তবে তার বক্তব্য ও বিবৃতি যেহেতু অহীর অন্তর্ভুক্ত এবং মানবজাতির হেদায়াতের আলোকনির্দেশিকা তাই মহান আল্লাহ তাআলা তার বক্তব্য ও বিবৃতিসহ যাবতীয় কাজকর্ম তার সাহাবী বা সঙ্গীদের মাধ্যমে সংরক্ষণ করে দিয়েছেন। অত:পর তার সঙ্গীদের থেকে সূত্র পরম্পরায় আমাদের কাছে এসে পৌঁছেছে।
তার কথামালা এবং চাল-চলন যাবতীয় কাজকর্ম বিভিন্ন বইতে সংরক্ষিত রয়েছে। আপনি ইচ্ছা করলে সে বইগুলো বা তার অনুবাদ পড়ে দেখতে পারেন।
এ ধরনের শত শত বই থেকে আমরা অল্প কয়েকটি বইয়ের নাম নিম্নে উল্লেখ করছি।
১. সহিহ বুখারি
২. সহিহ মুসলিম
৩. রিয়াজুস সালেহীন
৪. আততারগীব ওয়াত তারগীব ইত্যাদি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم