প্রশ্ন
আমরা সাধারণত সাথা মাসাহ করার সময় সামনের দিকে থেকে তিন আঙ্গুল দ্বারা মাথা মাসাহ ও অবশিষ্ট দুই আঙ্গুল দ্বারা কান মাসাহ করে থাকি। জানার বিষয় হলো, মাথা মাসাহ করার সুন্নাত তরীকা কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাথা মাসাহ করার সঠিক পদ্ধতি হলো, উভয় হাতের তালু ও আঙ্গুলসমূহ মাথার সম্মুখভাগে রেখে মাথার শেষ পর্যন্ত টেনে নেওয়া। এরপর উভয় হাত পুনরায় পেছন থেকে সামনের দিকে টেনে আনা।
হাদিস শরিফে এসেছে,
আবদুল্লাহ ইবনে যায়েদ (রা.) থেকে বর্ণিত আছে, ‘রাসূল (সা.) তার উভয় হাত মাথার অগ্রভাগ থেকে পেছন দিকে টেনে নিয়েছেন। এরপর উভয় হাত ঐ স্থান পর্যন্ত টেনে নেয়। যেখান থেকে মাসাহ শুরু করেছিলেন।’ [জামে তিরমিযি, হাদিস: ৩২]
আর আপনি তিন আঙ্গুল দিয়ে মাথা মাসহের যে পদ্ধতির কথা উল্লেখ করেছেন, যাতে দুই আঙ্গুল আলাদা রাখা হয়, এ পদ্ধতিটি ফিকহের কোনো কোনো কিতাবে উল্লিখিত হলেও মুহাক্কিক উলামায়ে কেরামগণ তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন।
ফাতওয়া কাযীখান ১/৪০; আলমুহীতুল বুরহানী ১/১৭৬; আসসিয়ায়াহ ১/১৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم