প্রশ্ন
আমাদের এক প্রতিবেশি বললেন, তিনি গত বছর হজ্বেরে সময় তিন বার নফল সাঈ করেছেন। তার এ কথা শুনে আমার প্রশ্ন জাগল যে, নফল সাঈয়ের কি কোনো সওয়াব আছে? কুরআন-হাদিসে কি নফল সাঈয়ের কথা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তাওয়াফ আর সাঈ এক বিষয় নয়। নফল তাওয়াফ করলে সওয়াব পাওয়া যায়। কিন্তু নফল সাঈ করলে কোনো সওয়াব পাওয়ার কথা কুরআন-হাদিসে পাওয়া যায় না। সাঈ কেবল উমরা এবং হজ্বের মধ্যেই ইবাদত। অন্য সময় সাঈ করলে কোনো নেকি পাওয়া যায় না।
সহিহ মুসলিম ১/৪১৪; গুনইয়াতুন নাসিক পৃ.১৩৫; আলমুগনী ইবনে কুদামা ৫/৩১৭; রদ্দুল মুহতার ২/৫০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم