প্রশ্ন
অনেকে বলেন, নামাযে ছানা পড়া সুন্নতে মুয়াক্কাদা, আবার কেউ কেউ বলেন যে, সুন্নাতে যায়েদা। আমি জানতে চাচ্ছি, আসলে কোনটা সঠিক? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযে ছানা পড়া সুন্নতে মুআক্কাদাহ। সুন্নতে যায়েদার মতটি সঠিক নয়। আর শরীয়তের কোনো বিষয়ে না জেনে মন্তব্য করা উচিত নয়।
-আলমাউসূআতুল ফিকহিয়্যা আলকুওয়াইতিয়্যা ২৭/৮৩; ফাতাওয়া উসমানী ১/৪০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم