প্রশ্ন
যিলহজ্বের প্রথম নয় দিন রোযা রাখার হুকুম কী এবং ফযিলত কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে যিলহজ্ব মাসের প্রথম নয় দিন রোযা রাখতে উদ্বুদ্ধ করা হয়েছে। অনেক ফকীহই এই নয় দিন রোযা রাখাকে উত্তম বলেছেন। তাই এই নয় দিন রোযা রাখার প্রতি যত্নবান হওয়া উচিত।
হাদিস শরিফে এসেছে,
كَانَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجّةِ.
‘রাসূলুল্লাহ (সা.) যিলহজ্বের নয়টি দিবস রোযা রাখতেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৪৩৭; মুসনাদে আহমাদ, হাদিস: ২২৩৩৪; সুনানে কুবরা, বায়হাকী, হাদিস: ৮৩৯৩]
অন্য হাদিসে এসেছে,
أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنّ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: صِيَامَ عَاشُورَاءَ، وَالْعَشْرَ، وَثَلَاثَةَ أَيّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَيْنِ قَبْلَالْغَدَاةِ.
‘চারটি আমল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আশুরার রোযা, যিলহজ্বের প্রথম দশকের রোযা, প্রত্যেক মাসের তিন দিনের রোযা, ফজরের আগে দুই রাকাত সুন্নত নামায।’ [সুনানে নাসায়ী, হাদিস: ২৪১৫; সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৬৪২২; মুসনাদে আবু ইয়ালা, হাদিস: ৭০৪২; মুসনাদে আহমাদ, হাদিস: ২৬৩৩৯’
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم