প্রশ্ন
কোনো ব্যক্তির উপর হজ্ব ফরয হওয়ার পর সে তা আদায় করল না। এভাবে বিলম্ব করার পর একসময় তার সম্পদ খরচ হয়ে গেল। এবং তার ঐ পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকল না, যা দ্বারা তার উপর হজ্ব ফরয হয়। এমতাবস্থায় তার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হজ্ব ফরয হওয়ার পর তা আদায় করার আগেই সম্পদ অন্য কোনো খাতে ব্যয় হয়ে গেলেও সে ব্যক্তির যিম্মায় হজ্ব বাকি থেকে যায়। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব হজ্বের জন্য টাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। যদি মৃত্যুর পূর্ব পর্যন্ত সামর্থ্য ফিরে না পায় তাহলে অসিয়ত করে যাবে যেন তার স্থাবর-অস্থাবর সম্পত্তির একতৃতীয়াংশ থেকে বদলি হজ্ব আদায় করা হয়।
উল্লেখ্য, হজ্ব ফরয হয়ে যাওয়ার পর তা আদায়ে বিলম্ব করা কিছুতেই উচিত নয়। বরং সম্ভাব্য দ্রুততম সময়ে তা আদায় করে নেয়া আবশ্যক।
-ফাতহুল কাদীর ২/৩২০; আলবাহরুর রায়েক ২/৩১৪; আততাজনীস ওয়াল মাযীদ ২/৪৬৩; ইমদাদুল আহকাম ২/১৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم