প্রশ্ন
আমি গ্রামে ভাড়ায় অটো চালাই। দৈনিক ভাড়া বাবদ মালিককে ৩০০ টাকা করে দিতে হয়। গরমের মৌসুমে আমাদের এলাকায় ঘন ঘন বিদ্যুত চলে যায়। যার কারণে অটোতে ভালভাবে চার্জ হয় না। তাই গ্রামের অটোচালকরা সকলে মিলে জেনারেটরের মাধ্যমে চার্জ দেওয়ার ব্যবস্থা করেছে। জেনারেটরের মাধ্যমে চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের তুলনায় অনেক বেশি খরচ হয়। এতে মালিকের ভাড়ার টাকা ও চার্জ-বিল পরিশোধের পর কামাই বলতে তেমন কিছু থাকে না। তাই আমি আমার মালিকের সাথে এভাবে চুক্তি করেছি যে, জেনারেটরের চার্জ-বিল বাদ দিয়ে সারাদিনের কামাইয়ের যা অবশিষ্ট থাকবে তা আমরা সমান দুই ভাগে বণ্টন করে নিব। আমার প্রতি মালিকের আস্থা থাকায় তিনি এতে সম্মত হয়েছেন। হুযুরের নিকট জানতে চাচ্ছি উক্ত পদ্ধতিটি কি বৈধ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে অটোমালিকের সাথে আপনার উক্ত চুক্তি বৈধ হয়নি। কেননা চালকের জন্য মালিকের সাথে লভ্যাংশ বণ্টনের চুক্তি করা বৈধ নয়। চালক যদি অটো ভাড়ায় নেয় তাহলে মালিক তার অটোর নির্ধারিত ভাড়াই পাবে। আর এর অতিরিক্ত যা থাকবে তা চালক পাবে। অতএব আপনার করণীয় হল, নির্দিষ্ট টাকার বিনিময়ে অটো ভাড়া নেওয়া। দুই-এক মাস জেনারেটরের বিল দেয়ায় আপনার নিজের অনুমান হয়ে যাবে কত টাকা ভাড়া দিলে আপনার জন্য অটো চালানো লাভজনক হবে। সে হিসেবেই মালিককে রাজি করে অটো ভাড়া নিতে চেষ্টা করবেন।
প্রকাশ থাকে যে, এ ক্ষেত্রে অটোমালিক চাইলে আপনার সাথে নির্দিষ্ট পারিশ্রমিকের ভিত্তিতেও চুক্তি করতে পারে। সেক্ষেত্রে আপনি নির্ধারিত পারিশ্রমিক পাবেন। আর অটোর সকল আয় মালিক পাবে।
-মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ১৫০৯৫; আলমুহীতুল বুরহানী ১১/৩৩৪; আলমাবসূত, সারাখসী ২২/৩৩; কিতাবুল আছল ৪/১৪০; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা: ৪৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم