প্রশ্ন
আমার এক প্রতিবেশী এ বছর তার ফরয হজ্ব আদায় করতে যাচ্ছে। এখন আমি চাচ্ছি, তার স্ত্রীর সাথে কথা বলে তাকে দিয়ে আমার বাবার বদলী হজ্ব করাতে। তাই হুযুরের কাছে জানতে চাচ্ছি, আমার প্রতিবেশীর স্ত্রীকে দিয়ে বদলী হজ্ব করালে কি তা আদায় হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
উক্ত মহিলা যেহেতু তার স্বামীর (তথা মাহরাম পুরুষের) সাথেই যাবে তাই তাকে দিয়ে বদলী হজ্ব করালে তা আদায় হবে। তবে বদলী হজ্বের জন্য পুরুষকে পাঠানোই উত্তম।
-সহিহ বুখারি, হাদিস: ১৮৫৫; আলমাবসূত, সারাখসী ৪/১৫৫; উমদাতুল কারী ৯/১২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২৫৭; আলবাহরুর রায়েক ৩/৬৯; আদ্দুররুল মুখতার ২/৬০৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم