প্রশ্ন
একবার ইজতিমার ময়দানে অযুখানায় গিয়ে দেখি খুব ভীড়। তখন এক লোকলে দেখলাম, একটা মগ নিয়ে এসে তাতে পানি নিল, তারপর তাতে হাত ঢুকিয়ে পানি নিয়ে নিয়ে অযু শেষ করল। তো জানার বিষয় হল, এভাবে অযু করা কি ঠিক আছে? এর দ্বারা উক্ত পানি কি ব্যবহৃত হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
অযু করার জন্য পাত্রের ভেতর হাত দিয়ে পানি নিলে তা الماء المستعمل বা ব্যবহৃত পানির হুকুমে হয়ে যায় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির অযু সহিহ হয়েছে। তবে যদি হাতে নাপাকী থাকে তাহলে পাত্রের ভেতর হাত দেওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে পাক করে নিতে হবে। অন্যথায় অপবিত্র হাত পাত্রে দিলে পাত্রের পানি নাপাক হয়ে যাবে।
-সহিহ বুখারি, হাদিস: ১৯৯; ফাতাওয়া তাতারখানিয়া ১/২০৮; কিতাবুল আছল ১/২১; রদ্দুল মুহতার ১/১১২; আলবাহরুর রায়েক ১/১৬৪-১৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم