প্রশ্ন
দু’মাস আগে একটি ছেলের সাথে আমার চাচাত বোনের বিয়ে হয়। ছেলেটি সেনাবাহিনীর প্রশিক্ষণে ছিল। তাই ঐ সময় তার বিবাহের অনুমতি না থাকায় তখন শুধু আকদ সম্পন্ন হয়। স্বামী-স্ত্রী একসাথে থাকা হয়নি। এর একমাস পর প্রশিক্ষণে থাকা অবস্থায় এক সড়ক দুর্ঘটনায় ঐ ছেলে মারা যায়। এখন প্রশ্ন হল, এখন কি আমার বোনের কোনো ইদ্দত পালন করতে হবে? আর এ অবস্থায় সে কি কোনো মোহর পাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে বিবাহের পর স্বামী স্ত্রীর একসাথে থাকা না হলেও আপনার বোনকে পূর্ণ চার মাস দশ দিন স্বামীর মৃত্যুর ইদ্দত পালন করতে হবে। এবং এক্ষেত্রে সে পূর্ণ মোহরেরও হকদার হবে। বৈবাহিক বন্ধন হলেই মৃত্যুকালীন ইদ্দত পালন করতে হয়। এক্ষেত্রে স্বামী-স্ত্রীর একত্রে অবস্থান হয়েছে কি না তা ধর্তব্য নয়।
উল্লেখ্য যে, আকদের পর স্বামী-স্ত্রী মিলনের পূর্বে তালাক হয়ে গেলে সেক্ষেত্রে স্ত্রীকে ইদ্দত পালন করতে হয় না।
-সূরা বাকারা, আয়াত: ২৩৪; আলজামে লিআহকামিল কুরআন, কুরতুবী ৩/১২১; আলমুহীতুল বুরহানী ৫/২২৬; বাদায়েউস সানায়ে ৩/৫৮৮, ৩/৩০৪; আলমাবসূত, সারাখসী ৬/৩০; আলবাহরুর রায়েক ৩/১৪৩; আদ্দুররুল মুখতার ৩/৫১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم