প্রশ্ন
মাস খানেক আগে আমার এক বান্ধবীর বিয়ে হয় এবং এর মাত্র দুই মাস পরই তার স্বামী দুর্ঘটনায় মারা যান। স্বামী মারা যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। এতে তার গর্ভ নষ্ট হয়ে যায় এবং এক ক্লিনিকে তার গর্ভপাত করানো হয়। গর্ভটি অল্পদিনের ছিল, কোনো অঙ্গ-প্রত্যঙ্গ হয়নি। ছোট একটি গোশতের টুকরার মত হয়েছিল। এখন জানার বিষয় হল, গর্ভপাত করানোর দ্বারা তার ইদ্দত কি শেষ হয়ে গেছে? যদি না হয় তাহলে এখন তার করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে বাস্তবেই যদি গর্ভটির কোনো অঙ্গ-প্রত্যঙ্গ না হয়ে থাকে যেমন, হাত-পায়ের আঙ্গুল, নখ, চুল ইত্যাদি তাহলে গর্ভপাত করানোর দ্বারা তার ইদ্দত সম্পন্ন হয়নি। সেক্ষেত্রে তাকে স্বামীর ইন্তিকালের তারিখ থেকে পূর্ণ চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে।
-বাদায়েউস সানায়ে ৩/৩১০; কিতাবুল আছল ৪/৪০০; ফাতাওয়া হিন্দিয়া ১/৫২৯; ফাতাওয়া তাতারখানিয়া ৫/২২৯; আলবাহরুর রায়েক ৪/১৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم