প্রশ্ন
আমার বাবার উপর কুরবানী ওয়াজিব ছিল। তিনি কুরবানীর জন্য একটি খাসি ক্রয় করেছিলেন। কিন্তু ঈদের আগের দিন রাতে কার এক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হন। সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পরদিন বিকাল ৫টায় তিনি ইন্তেকাল করেন। বাবার মৃত্যুতে পুরো পরিবার শোকাহত থাকায় পশু কুরবানী করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাই কুরবানীর তিন দিনের মধ্যে আর তা কুরবানী করা হয়নি। একজন বললেন, এটা সদকা করে দিতে হবে। এখন আমরা জানতে চাচ্ছি, এ খাসিটি আমরা কী করব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার বাবা যেহেতু কুরবানীর সময় শেষ হওয়ার (১২ যিলহজ্ব) আগেই ইন্তেকাল করেছেন, তাই তার উপর এ বছরের কুরবানীর হুকুম আরোপিত হয়নি। সুতরাং তার কেনা খাসিটি তার পক্ষ থেকে কুরবানী বা সদকা করতে হবে না; বরং তার মৃত্যুর পর সেটি তার মীরাসী সম্পত্তির অন্তর্ভুক্ত হয়ে গেছে। অতএব অন্যান্য সম্পত্তির মতো ছাগলটিও তার ওয়ারিশদের মাঝে বণ্টিত হবে।
অবশ্য সকল ওয়ারিশ যদি বালেগ হয় এবং সকলে স্বতঃস্ফূর্ত হয়ে খাসিটি সদকা করতে চায় তবে সেটি সওয়াবের কাজ বলে বিবেচিত হবে।
-শরহু মুখতাসারিত তাহাবী ৭/৩৪৮; আলমুহীতুল বুরহানী ৮/৪৫৭; আলবাহরুর রায়েক ৮/১৭৫; বাদায়েউস সানায়ে ৪/১৯৯; আদ্দুররুল মুখতার ৬/৩১৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم