প্রশ্ন
আমার এক প্রতিবেশী তার স্বামীর সাথে ঝগড়া করে তার অনুমতি ছাড়া বাবার বাসায় চলে যায়। কিছুদিন পর তার স্বামী তার বাবার বাসা থেকে স্ত্রীকে আনতে গেলে সে আসতে অস্বীকার করে এবং তালাকের দাবি করে। ফলে স্বামী তাকে এক তালাকে বায়েন দিয়ে দেয়। এখন স্ত্রী তার বাবার বাসায়ই আছে। এখন জানার বিষয় হলো, এই ইদ্দতকালীন সময়ে স্ত্রী তার স্বামী থেকে ভরণ-পোষণ পাবে কি না?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে স্ত্রী স্বামী থেকে ইদ্দতকালীন সময়ের ভরণ-পোষণ পাবে না। কারণ সে পূর্ব থেকেই স্বামীর অবাধ্য হয়ে পিতৃলয়ে চলে গেছে এবং সেখানে থেকেই স্বামী থেকে তালাক চেয়ে নিয়েছে। এবং ইদ্দতও সেখানেই পালন করছে। আর শরীয়তের দৃষ্টিতে স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী পিতৃলয়ে থাকলে ভরণ-পোষণ পায় না।
-ফাতহুল কাদীর ৪/২১৬; আলবাহরুর রায়েক ৪/১৭৯; বাদায়েউস সানায়ে ৩/৪২৩; রদ্দুল মুহতার ৩/৬০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم