প্রশ্ন
আম্মাজান খাদিজা (রা.) নবীর স্ত্রী ছিলেন। তবে ওহীর সূচনা অধ্যায়ের ৩নং হাদিসে খাদিজা (রা.) ওয়ারাকা ইবনে নওফিলকে ভাই বললেন, অথচ রাসূলুল্লাহ (সা.)-কে পরিচয় করিয়ে দেওয়ার সময় বললেন “আপনার ভাতিজা কি বলেন একটু শুনেন তো”। স্বামী স্ত্রীর সম্পর্কের বিচারে তিনি রাসূলুল্লাহ (সা.) এরও ভাই হওয়ার কথা। বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রথমে আমরা আপনার বুঝার সুবিধার্থে হাদিসের ওই অংশের ইবারত (আরবি ভাষ্য) অনুবাদসহ তুলে ধরছি।
فَانْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ الْعُزَّى ابْنَ عَمِّ خَدِيجَةَ ـ وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ يَكْتُبُ الْكِتَابَ الْعِبْرَانِيَّ، فَيَكْتُبُ مِنَ الإِنْجِيلِ بِالْعِبْرَانِيَّةِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ، وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ ـ فَقَالَتْ لَهُ خَدِيجَةُ يَا ابْنَ عَمِّ اسْمَعْ مِنَ ابْنِ أَخِيكَ. فَقَالَ لَهُ وَرَقَةُ يَا ابْنَ أَخِي مَاذَا تَرَى فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَبَرَ مَا رَأَى.
এরপর খাদীজা (রা.) তাঁকে নিয়ে তাঁর চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফিল ইবনে আব্দুল আসাদ ইবনে আব্দুল উযযার কাছে গেলেন, যিনি জাহিলী যুগে ঈসায়ী ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইবরানী ভাষা লিখতে জানতেন এবং আল্লাহর তাওফীক অনুযায়ী ইবরানী ভাষায় ইনজীল থেকে অনুবাদ করতেন। তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদীজা (রা.) তাঁকে বললেন, হে চাচাতো ভাই! আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাঁকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা! তুমি কী দেখ? রাসূলুল্লাহ (সা.) যা দেখেছিলেন, সবই খুলে বললেন। (সহিহ বুখারি, হাদিস: ৩)
আপনার মনে সন্দেহ জেগেছে যে, আম্মাজান খাদিজা (রা.) কেন তার চাচাতো ভাইকে রাসূলুল্লাহ (সা.) এর ব্যাপারটা দেখতে “আপনার ভাতিজা কি বলে শুনুন” বলেছেন। বরং সম্পর্কের দাবী তো ছিল এটা বলা যে “আপনার ভাই (ভগ্নিপতি) কি বলে শুনুন”!
এই প্রশ্নের সমাধান হাফেজ ইবনে হাজার আসকালানী (রহ.) ফতহুল বারী শরহু সহিহিল বুখারিতে উল্লেখ করেছেন। হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন,
وقالت في حق النبي صلى الله عليه و سلم اسمع من بن أخيك لأن والده عبد الله بن عبد المطلب وورقة في عدد النسب إلى قصي بن كلاب الذي يجتمعان فيه سواء فكان من هذه الحيثية في درجة إخوته أو قالته على سبيل التوقير لسنه
অর্থ: খাদিজা (রা.) রাসূলুল্লাহ (সা.) এর ব্যাপারে (ওয়ারাকাকে) বললেন, আপনার ভাতিজার কথা শুনুন। ‘কারণ তার পিতা আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব এবং ওয়ারাকাহ এর বংশের ধার কুসাই ইবনে কিলাবের কাছে মিলেছে। তারপর উভয়ের নসবনামা একসাথে মিলে গেছে। এই দৃষ্টিকোণ থেকে ওরারাকা এবং রাসূলুল্লাহ ভাতৃত্যের সমপর্যায়ে ছিলেন। তাই তিনি ভাতিজা বলে পরিচয় করিয়ে দিয়েছেন। অথবা এখানে বয়সের বিবেচনায় ওয়ারাকা ইবনে নওফিল এর সম্মানার্থে রাসূলুল্লাহ (সা.)-কে ভাতিজা বলা হয়েছে। (ফতহুল বারী ১/৩২, দারুল হাদিস: কায়রো মিশর)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم