প্রশ্ন
আমি আমাদের এলাকার বড় মসজিদে সাত দিন ইতেকাফ করার মান্নত করেছিলাম। কিন্তু ইতেকাফ শুরু করার পর অসুস্থ হয়ে যাওয়ার কারণে বাকি দিনগুলোর ইতেকাফ পুরা করতে পারিনি। হুযুরের কাছে জানার বিষয় হল,
১. এখন আমার কয় দিনের ইতেকাফ করতে হবে?
২. ইতেকাফ কি বড় মসজিদেই করতে হবে? নাকি অন্য কোনো মসজিদেও করতে পারব?
৩. এ ইতেকাফের সময় কি আমাকে রোযা রাখতে হবে? জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
১, ২. প্রশ্নোক্ত মান্নতের দ্বারা আপনার উপর একত্রে সাত দিন ইতেকাফ করা ওয়াজিব হয়েছিল। আপনি যেহেতু একত্রে সাত দিনের ইতেকাফ পূর্ণ করতে পারেননি তাই এখন আপনাকে পুনরায় সাত দিনের ইতেকাফ ধারাবাহিকভাবে পূর্ণ করতে হবে। আর উক্ত ইতেকাফ আপনি যে কোনো মসজিদে করতে পারবেন। উল্লেখিত বড় মসজিদেই আদায় করা জরুরি নয়। কারণ নির্দিষ্ট কোনো মসজিদে ইতেকাফের মান্নত করলে ঐ মসজিদেই ইতেকাফ করা আবশ্যক হয় না; বরং অন্য মসজিদেও তা আদায় করা যায়।
-কিতাবুল আছল ২/১৮৪; বাদায়েউস সানায়ে ২/২৭৭; ফাতহুল কাদীর ২/৩১৪; আদ্দুররুল মুখতার ২/৪৩৬; আলবাহরুর রায়েক ২/৩০৬
৩. মান্নতের ইতেকাফের সময় রোযা রাখতে হয়। তাই আপনাকে উক্ত সাত দিনের ইতেকাফের সময় রোযা রাখতে হবে। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা (রা.) বলেন- রোযা ছাড়া ইতেকাফ হয় না। (সুনানে আবু দাউদ, হাদিস: ২৪৭৩)
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন- ইতেকাফকারীর জন্য রোযা রাখা জরুরি। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ৯৭১১)
আলী (রা.) থেকেও এমনটি বর্ণিত আছে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ৯৭১৩)
-আলমাবসূত, সারাখসী ৩/১১৫; বাদায়েউস সানায়ে ২/২৭৪; আলমুহীতুল বুরহানী ৩/৩৭৯; আলবাহরুর রায়েক ২/৩০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم