প্রশ্ন
যদি কাউকে এই শর্তে ২১ হাজার টাকা দেওয়া হয় যে, আগামী এক বছর পর আমাকে ২০ হাজার টাকা ও ১২ মন ধান দেবে, এমন চুক্তি করা বৈধ হবে কি? যদি না হয়, তাহলে তার কারণ কী? বা কীভাবে বৈধ হবে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত চুক্তিটি নাজায়েয। এটি সুদ গ্রহণের ছুতা। যদিও এক্ষেত্রে একথা বুঝাবার চেষ্টা করা হচ্ছে যে, ২০ হাজার টাকার বিনিময়ে ২০ হাজার টাকা এবং বাকি এক হাজার টাকার বিনিময়ে বার মন ধান বিক্রি হচ্ছে। কিন্তু বাস্তবে বিষয়টি এমন নয়। কেননা এটা সবাই জানে যে, এক হাজার টাকায় বার মন ধান কেউ বিক্রি করবে না। এখানে বিক্রি করা হয়েছে মূলত বিশ হাজার টাকা ঋণ পাওয়ার কারণে আর ঋণ প্রদান করে অতিরিক্ত সুবিধা ভোগ করাই সুদ। সুতরাং এটা সুদ গ্রহণের একটি অপকৌশল মাত্র, যা সম্পূর্ণ হারাম।
-আসসুনানুল কুবরা, বাইহাকী ৫/৩৫০; আলমুগনী, ইবনে কুদামা ৬/১১৬; আননুতাফ ফিল ফাতাওয়া পৃ. ২৯৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم