প্রশ্ন
কিছু দিন আগে আমার এক চাচা বাসায় বেড়াতে আসেন। আসরের সময় একসঙ্গে মসজিদে যাই। যেতে দেরি হওয়ায় গিয়ে দেখি ইমাম সাহেব সালাম ফিরাচ্ছেন। তাই আমি মসজিদের এক পাশে গিয়ে নামায আদায় করি। নামায শেষে জানতে পারি, জামাতে নামায পড়ার উদ্দেশ্যে চাচা একজন মাসবুকের পেছনে ইক্তিদা করে নামায আদায় করেছেন। হযরতের কাছে আমার জানার বিষয় হল, মাসবুকের পেছনে ইক্তিদা করে তার নামায পড়া কি সহিহ হয়েছে? এক্ষেত্রে শরীয়তের সঠিক মাসআলাটি জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মাসবুক ব্যক্তি নিজের ছুটে যাওয়া নামায আদায়ের সময়ও মুক্তাদীর হুকুমে থাকে। তাই মাসবুকের ইকতেদা করা সহিহ নয়। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচার ঐ আসরের নামায আদায় হয়নি। তাকে ঐ দিনের আসর নামায কাযা করে নিতে হবে।
-আলমুহীতুল বুরহানী ৩/১১৩; ফাতহুল কাদীর ১/৩৩৯; আলবাহরুর রায়েক ১/৩৭৭; শরুহল মুনয়া, পৃ. ৪৬৭; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم