প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। শায়খ, আপনাদের একপ্রশ্নোত্তর থেকে জেনেছি যে, হাজীগণ ১২ যিলহজ্বেও মাথা মুণ্ডাতে পারবেন। আমার জানার বিষয় হলো, ১০ যিলহজ্ব যদি মাথা না মুণ্ডায় তাহলে কি স্বামী–স্ত্রী সুলভ আচরণ করা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
না, যতক্ষণ না মাথা মুণ্ডাবে অথবা চুল না কাটবে ততক্ষণ পর্যন্ত হাজীগণ ইহরাম থেকে হালাল হবে না। ফলে স্বামী-স্ত্রী সুলভ আচরণও করতে পারবে না।
উম্মুল মু’মিনীন আয়েশা (রা.) থেকে বর্ণিত, ‘যখন তোমাদের রমী, কুরবানী ও চুল মুণ্ডন সমাপ্ত হলো তখন স্ত্রী ছাড়া সবকিছু তোমাদের জন্য হালাল।’ আলক্বিরা লিমাক্বাসিদি উম্মিল কুরা পৃ. ৪৭১; হিদায়া ১/২৭৬; গুনইয়াতুন নাসিক ১৭৫; রদ্দুল মুহতার ২/৫৫৪; বাদায়েউস সানায়ে ২/৩৩০; মাবসূতে সারাখসী ৪/৭০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم