প্রশ্ন
গত জুমাদাল আখিরাহ মাসের মাঝামাঝি সময়ে আমার এক প্রতিবেশীর ভগ্নিপতি সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমরা জানি, কারো স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হয়। সে অনুযায়ী তার বোনও ইদ্দত পালন করছে। এখন জানার বিষয় হল, এখন সে চার মাস দশ দিন কীভাবে হিসাব করবে? তার স্বামী তো মারা গেছে মাসের মাঝামাঝি সময়ে। এক্ষেত্রে যদি দিনের হিসাব হয়, তাহলে প্রত্যেক মাসকে ২৯ দিন ধরবে, নাকি ৩০ দিন ধরবে? দয়া করে জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে তার স্বামী যেহেতু মাসের মাঝে মারা গেছেন তাই তাকে প্রত্যেক মাস ৩০ দিন হিসাবে ধরে মোট ১৩০ দিন ইদ্দত পালন করতে হবে।
-আলমুহীতুল বুরহানী ৫/২২৭; বাদায়েউস সানায়ে ৩/৩১০; ফাতাওয়া হিন্দিয়া ১/৫২৭; আলইখতিয়ার ৩/২৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم