প্রশ্ন
আমি নামাযের প্রথম রাকাতে ভুলে এক সিজদা করি। নামায শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পর স্মরণ হয় যে, আমি এক সিজদা করেছি। এখন আমার ঐ নামাযের হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযের প্রত্যেক রাকাতে দুটি সিজদা করা ফরয। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি একটি সিজদা না করার কারণে আপনার ঐ নামায আদায় হয়নি। তা পুনরায় পড়ে নিতে হবে।
-কিতাবুল আছল ১/২০৭; আলবাহরুর রায়েক ১/২৯৩; আলহাবিল কুদসী ১/২১০; আদ্দুররুল মুখতার ১/৪৪৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যা ১/৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم