প্রশ্ন
নামাযে চোখ বন্ধ করে থাকলে আমার মনোযোগ বেশি হয়। তাই আমি চোখ বন্ধ করেই নামায আদায় করি। আামার জানার বিষয় হলো, চোখ বন্ধ করে নামায আদায় করলে কি নামাযের কোনো সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার স্থানে রাখবে। বিনা প্রয়োজনে নামাযে চোখ বন্ধ করে রাখা মাকরূহ।
عَنْ إِبْرَاهِيمَ النّخَعِيِّ، أَنّهُ كَانَ يُحِبّ لِلْمُصَلِّي أَنْ لاَ يُجَاوِزَ بَصَرُهُ مَوْضِعَ سُجُودِهِ.
ইবরাহীম নাখায়ী (রাহ.) থেকে বর্ণিত, তিনি দৃষ্টি সিজদার স্থান অতিক্রম করে না যাওয়া পছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ৬৫৬৩)
عَنْ مُجَاهِدٍ؛ أَنّهُ كَرِهَ أَنْ يُصَلِّيَ الرّجُلُ وَهُوَ مُغْمِضُ الْعَيْنِ.
মুজাহিদ (রাহ.) থেকে বর্ণিত, তিনি নামাযে চোখ বন্ধ করে রাখা অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ৬৫৬৫)
অবশ্য যদি সামনে এমন কিছু আসে, যা নামাযে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে প্রতিবন্ধক, সেক্ষেত্রে মনোযোগ রক্ষার জন্য তখন চোখ বন্ধ করে রাখার সুযোগ রয়েছে। কিন্তু নিয়মিত চোখ বন্ধ রেখে নামায পড়া মাকরূহ।
-কিতাবুল আছল ১/১০; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশাইখ, পৃ. ৮৪; বাদায়েউস সানায়ে ১/৫০৭; আলবাহরুর রায়েক ২/২৫; যাদুল ফাকীর, পৃ. ১৫২; আদ্দুররুল মুখতার ১/৬৪৫; হালবাতুল মুজাল্লী ২/২৫৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم