প্রশ্ন
আমার মাঝে মাঝেই নামাযে ওয়াজিব ছুটে যায়। কিন্তু বৈঠক শেষে আমি সাহু সিজদা দিতে ভুলে যাই। ফলে উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলি। এমতাবস্থায় আমি কী করতে পারি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ভুলে সিজদায়ে সাহু না করে উভয় দিকে সালাম ফিরিয়ে ফেললেও সিজদায়ে সাহু আদায়ের সুযোগ থাকে। সালাম ফেরানোর পর নামায পরিপন্থী কোনো কাজ করার (যেমন, কথা বলা, মসজিদ থেকে বের হয়ে যাওয়া) আগ পর্যন্ত স্মরণ হলেই সাহু সিজদা করে নেবে এবং যথা নিয়মে সালাম ফেরাবে।
হযরত ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন-
هُمَا عَلَيْهِ حَتّٰى يَخْرُجَ أَوْ يَتَكَلَّمَ.
(সিজদায়ে সাহু) দুটি তার উপর আবশ্যক যতক্ষণ না সে (মসজিদ থেকে) বের হয় বা কথা বলে ফেলে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৪৫১৪)
আর যদি কোনোভাবেই তখন সাহু সিজদা আদায় না করা হয়ে থাকে তাহলে উক্ত নামায পুনরায় পড়ে নিতে হবে।
-কিতাবুল আছল ১/২০১; আলবাহরুর রায়েক ২/৯৫; ফাতহুল কাদীর ১/৪৫১; আলমুহীতুল বুরহানী ২/৩২৫; রদ্দুল মুহতার ১/৪৫৬; মারাকিল ফালাহ পৃ. ২৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم