প্রশ্ন
উমরার কাজ শেষ করার পর এক উমরাকারী আরেকজনের চুল ফেলে দিতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জ্বি, পারবে। যদি উক্ত উমরাকারীর মাথা হলক ছাড়া উমরার আর যাবতীয় কাজ সমাপ্ত হয়ে থাকে।
কিন্তু যিনি চুল কেটে দিবেন তার উমরার কাজ বাকি থাকে তাহলে চুল কেটে দিলে তার উপর এক ফিতরা সমপরিমাণ সদকা করা ওয়াজিব হয়ে যাবে।
মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ২৩০; গুনয়াতুন নাসিক, পৃ. ১৭৩, ২৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم