প্রশ্ন
উমরার ইহরাম বাঁধার পর অভ্যাসবশত হাতের আংটি খোলা হয়নি। সেভাবেই উমরা সম্পন্ন করা হয়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কোনো দম আসবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ইহরাম অবস্থায় আংটি পরতে কোনো সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে, ইবনে আব্বাস (রা.) বলেন-
لاَ بَأْسَ بِالْخَاتَمِ لِلْمُحْرِمِ
‘ইহরাম অবস্থায় আংটি পরতে কোনো অসুবিধা নেই।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১৪৪২৭]
কাজেই উক্ত কারণে কোনো দম আসবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم