প্রশ্ন
হজ্বের সময় আমি ১২ তারিখ পাথর নিক্ষেপ করে রাতের বেলা ধীরে সুস্থে মক্কায় আসি। পরবর্তীতে জানতে পারি, সূর্যাস্তের আগে রওনা না হলে ১৩ তারিখও পাথর মারতে হয়। জানতে চাচ্ছি, উক্তর কারণে আমাদের উপর কি পাথর নিক্ষেপ করা জরুরি হয়ে গিয়েছিল?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কেউ যদি মিনায় থাকতে না চায় তাহলে পাথর নিক্ষেপের পর ১২ তারিখ সূর্যাস্তের পূর্বেই মিনা থেকে চলে যেতে হবে। কারণ ১২ তারিখ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে না পারলে সূর্যাস্তের পর মিনা ত্যাগ করা মাকরূহ। হাদিস শরিফে এসেছে, ইবনে উমর (রা.) বলেন,
مَنْ غَرَبَتْ لَهُ الشَّمْسُ مِنْ أَوْسَطِ أَيَّامِ التَّشْرِيقِ وَهُوَ بِمِنًى، لا يَنْفِرَنَّ حَتَّى يَرْمِيَ الْجِمَارَ مِنَ الْغَدِ.
‘কেউ যদি আইয়ামে তাশরীকের মাঝের দিনে (অর্থাৎ ১২ তারিখ) সূর্যাস্তের সময় মিনায় থাকে, তাহলে সে যেন পরের দিন রমী না করে মিনা ত্যাগ না করে।’ [মুআত্তা মুহাম্মাদ, হাদিস: ৬১৬]
তবে এ কারণে কোনো জরিমানা আসবে না এবং তার উপর ১৩ তারিখ পাথর নিক্ষেপও আবশ্যক হবে না।
গুনইয়াতুন নাসিক, পৃ. ১৮৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم