প্রশ্ন
মসজিদের কুরআনের কপি যদি অতিরিক্ত হয় তাহলে সেগুলো বিক্রি করে টাকা মসজিদের ফান্ডে জমা করে রাখা যাবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মানুষ মসজিদে কুরআন দান করে তেলাওয়াত করার জন্যই। কাজেই সেগুলোকে ঐ উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। প্রয়োজন অতিরিক্ত হলেও সেগুলো বিক্রি করা বৈধ হবে না। হাদিস শরিফে এসেছে, উমর (রা.) রাসূল (সা.) এর পরামর্শে তার জমি ওয়াকফ করেছেন এভাবে যে,
فحبس أصلها أن لا يباع ولا يوهب
‘তা বিক্রি করা যাবে না এবং কাউকে হাদিয়া দেওয়া যাবে না।’ [সুনানে কুবরা, নাসায়ি, হাদিস: ৬৪২৮]
তবে প্রকৃতপক্ষেই যদি মসজিদে প্রয়োজন অতিরিক্ত কুরআনের কপি জমা হয়ে যায় তাহলে তা পার্শ্ববর্তী মসজিদে দিয়ে আসতে হবে।
ফাতহুল কাদীর ৫/৪৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم