প্রশ্ন
রাতে নিয়ত করার কথা যদি মনে না থাকে তাহলে সকালে কাযা রোযার নিয়ত করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কাযা রোযার নিয়ত করতে হয় রাত থেকেই। সকালে নিয়ত করলে তা কাযা হয় না বরং নফল হিসেবে গণ্য হয়। হাদিস শরিফে এসেছে, নবী (সা.) বলেন:
مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ قَبْلَ الفَجْرِ، فَلَا صِيَامَ لَهُ
‘যে ব্যক্তি ফজরের আগে নিয়ত পাকা করেনি তার রোযা নেই।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৭৩০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم