প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাযে আঙ্গুল ফুটানো কি জায়েয আছে? আমার চাচা একজন নামাযী মানুষ। কিন্তু তিনি নামাযের মধ্যে আঙ্গুল ফুটান। আমি তাকে নিষেধ করলে বলে, এতে নাকি কোনো সমস্যা নেই। তাই আমি জানতে চাচ্ছি, নামাযে আঙ্গুল ফুটানো জায়েয আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযে আঙ্গুল ফুটানো মাকরূহ তাহরীমী। এ থেকে বিরত থাকা আবশ্যক। হযরত ইবরাহীম নাখায়ী এবং মুজাহিদ (রাহ.) থেকে বর্ণিত-
أَنّهُمَا كَرِهَا أَنْ يُفَرْقِعَ الرّجُلُ أَصَابِعَهُ وَهُوَ فِي الصّلاَة.
তারা উভয়ে নামাযে আঙ্গুল ফুটানো মাকরূহ মনে করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা: ৭৩৬২)
-ফাতাওয়া হিন্দিয়া ১/১০৬; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৭; মাজমাউল আনহুর ১/১৮৫; মাজমাউল বাহরাইন, পৃ. ১৩৮; হালবাতুল মুজাল্লী
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم